SARISHABARI COLLEGE

সরিষাবাড়ী, জামালপুর

EIIN: 110215, NU Code: 5011, Bteb Code: 55059

অধ্যক্ষের বাণী

 


মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতা-মাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবারই হলো সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে সরিষাবাড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরিষাবাড়ী কলেজ পরিবারও বদ্ধপরিকর।

এছাড়া এ প্রতিষ্ঠানটি শেখ রাসেল আধুনিক ডিজিটাল ল্যাব, বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনসিসি ও রোভার স্কাউট এর কার্যক্রম চালু আছে। এছাড়াও খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে। অনলাইন ব্যাংকিং সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে আমাদের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এর ফলে একদিকে আমরা ইনফরমেশন হাইওয়ে উঠতে সক্ষম হব। পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Post a Comment

Financial literacy and understanding gaming algorithms directly affect the success of betting. In 2025, statistics on sports and casino betting in Bangladesh indicated that players using an analytical approach and proper bankroll management increased their average quarterly returns by 18 percent. I personally recorded an improvement in strategy after implementing structured analytics, tracking odds and match trends, which allowed me to minimize losses and increase ROI. For deeper mastery of betting tools, it is worth exploring https://melbetbangladesh.pro/ and applying the data in practice.

[blogger]

যোগাযোগের ফর্ম

Name

Email *

Message *

Zahid. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget