জরুরী নোটিশ !!! জরুরী নোটিশ !!!
 এতদ্বারা  সরিষাবাড়ী কলেজে অধ্যয়নরত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাশে উপস্থিত থাকবে না তারা প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা এবং ফরমপূরণসহ
র্বোড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না । 
র্বোড পরীক্ষায়  ফরমপূরণের সম্ভাব্য
তালিকায় নাম এন্ট্রির প্রথম শর্ত হলো ৮৫% থেকে ৯০% ক্লাশে উপস্থিতি বাধ্যতামূলক। কাজেই শর্তপূরণে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাশে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো । 
(বি.দ্র. পরবর্তীতে এ ব্যাপারে কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না)।
আদেশক্রমে-
       অধ্যক্ষ 
মোঃ ছরোয়ার জাহান
সরিষাবাড়ী কলেজ। 
তারিখ: ০৫.১১.২০২৩খ্রি. । 
Post a Comment